Wednesday, April 24, 2024

Staying Cool in Summer: Top 5 Foods to Enjoy and 5 to Avoid for a Refreshing Diet

Maintaining a balanced diet, staying well-hydrated, using sunscreen, and taking regular breaks from direct sun exposure are all essential for staying healthy and comfortable in the heat of summer.

Our diet plays a crucial role in how we feel during the summer months. As the hot weather affects our body's functions such as metabolism, digestion, and fluid balance, choosing the right foods can either help keep us cool and refreshed or leave us feeling hot and sluggish.

Cooling Foods for Summer

  • Watermelon
    • Watermelon is an excellent choice for hot weather, with about 90% water content.
    • Helps in keeping the body hydrated and cool.
    • Rich in vitamin C, A, and potassium, aiding in electrolyte balance.
  • Cucumber
    • Another hydrating food, low in calories and high in water content.
    • Regulates body temperature and flushes out toxins.
    • Ideal for salads, smoothies, or as a side dish.
  • Coconut Water
    • A natural thirst quencher, rich in electrolytes like potassium, sodium, and magnesium.
    • Replenishes lost fluids during hot weather, keeping the body hydrated.
    • Excellent source of antioxidants.
  • Mint
    • Contains menthol with a cooling effect on the body.
    • Promotes digestion and reduces inflammation.
    • Can be added to water, smoothies, or salads.
  • Yogurt
    • Cooling food providing probiotics for gut health.
    • Helps in reducing body heat, inflammation, and gut-related issues.
    • Great as a snack, in smoothies, or as a dressing.

Foods to Avoid in Summer

  • Spicy and Fried Foods
    • Increase body temperature and cause dehydration.
    • Can lead to indigestion and heartburn.
  • Alcohol
    • Dehydrates the body and raises body temperature.
    • Increases the risk of heat exhaustion and heat stroke.
  • Coffee
    • Acts as a diuretic, leading to dehydration.
    • Increases body temperature and sweating.
  • Red Meat
    • Heavy on the digestive system and raises body temperature.
    • May cause digestive issues and lethargy in hot weather.
  • Sugary Drinks
    • Soda, energy drinks, and sports drinks contain high sugar levels.
    • Can cause dehydration and spikes in blood sugar levels.
    • Opt for water or coconut water instead.

By choosing the right foods and avoiding those that can make us feel uncomfortable in the heat, we can stay refreshed and healthy throughout the summer.

Disclaimer: The information provided here is general in nature and should not be considered a replacement for professional medical advice. It is always recommended to consult with a healthcare professional or your physician for personalized guidance and information.

Tuesday, May 9, 2023

The 1200 most commonly repeated words in IELTS Listening Test



1200 Commonly Repeated Words – IELTS Listening Spelling List for a top score.


An IELTS Listening spelling list will help you hone your language skills while preparing for the exam. Vocabulary is allocated 25% of marks for all 4 categories of the IELTS test, that is, Reading, Writing, Speaking and Listening. In the Listening section of the IELTS test, you can come across thousands of words from different topics. You must know the pronunciations as well as the spellings of all the repeated words that come in the IELTS exam. It can contribute to fetching you a high band. Developing the English language is very important in order to ace the IELTS test.

Correct responses are the foundation for a high IELTS Listening score. This means that you earn one point for each question you successfully answer correctly. For erroneous responses, you don’t lose points. An answer must be spelt correctly in order for it to be accepted. Any incorrectly spelt response will be marked as incorrect. For consideration, the IELTS recognises both British and American English spelling.

For example, people are prone to making mistakes in the spelling of words like preparation, material, listening, repeat, tuition, etc. 

Moreover, knowing the correct usage and spelling of these words will also enable you to communicate fluently even after your IELTS days are behind you. So, read our IELTS Listening spelling list to know the correct spelling of 1200 oft-repeated English words in the IELTS test that will help you during and beyond IELTS. 

Here is a list of the most commonly used words in the IELTS listening test that you should keep in mind to avoid losing valuable marks. Be warned, some of these words are commonly misspelt by IELTS test takers.


Monday, May 8, 2023

প্রফেসর কে ইমেইল করার ফরম্যাট

 

বিশ্বের যে দেশের যে ভার্সিটিতেই এডমিশন বা স্কলারশিপের জন্য এপ্লাই করেন না কেন, ইমেইল করা খুব জরুরি। ইমেইলে যা বলতে চান সেটা ভালোভাবে প্রফেশনালি লিখতে না পারলে প্রফেসর বা কতৃপক্ষ  পড়তে বা রিপ্লাই করতে স্বাচ্ছন্দ্যবোধ না ও করতে পারে। তাই আজকে আলাপ হবে ইমেইল এ কিভাবে কি লিখবো সেটা নিয়ে। আমরা  স্টুডেন্ট থাকা অবস্থায় যেহেতু ইমেইল খুব বেশি করি না, তাই অনেক ভয় পায় যে কিভাবে লিখলে প্রফেসর বুঝবেন, কি বলে সম্বোধন করবো বা সাবজেক্ট কি দিবো ইত্যাদি। চলুন দেখে নেই ব্যাসিক ব্যপার গুলো কিভাবে লিখা যায়। 


সাব্জেক্ট লাইন


প্রতিদিন একজন ইন্টারন্যাশনাল অফিস শত শত ইমেইল পান। নতুন স্টুডেন্টরা নক দেন, ডিপার্টমেন্ট সহ অনেক জায়গা থেকে ইমেইল আসে। তাই, সাবজেক্ট লাইন খুবই গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি বা প্রফেসর ইমেইল খুলে দেখবে কিনা সেটা নির্ভর করে ইমেইল সাবজেক্টের উপর। ধরেণ, আপনি সাবজেক্ট ছাড়া বা “Tanin from Bangladesh” এমন কিছু দিয়ে ইমেইল পাঠান, তাহলে প্রথম ইম্প্রেশনেই কিন্তু ধরা খেয়ে গেলেন। তার জানার দরকার নেই কে তাকে বাংলাদেশ থেকে স্মরণ করছে! অগত্যা খুলে দেখলেও প্রথম ইম্প্রেশনের কারণে আপনাকে কি রিপ্লাই দিবে সেটা আসলে হুমকীর মুখে পড়ে যায়। তাই, সাবজেক্ট হতে হবে টু-দ্যা-পয়েন্ট। যেমন, যদি আপনি প্রথম বার ইমেইল দেন আপনার প্রোফাইল শেয়ার করার জন্য বা জাস্ট ইন্টারেস্ট দেখিয়ে, তাহলে লিখতে পারেন “ Fall 2021 Prospective International Student: Seeking Admission Information”. এ সাবজেক্ট লাইন দেখে তিনি  বুঝলেন যে আপনি ২০২১ সালের ফল সেশনে আসতে আগ্রহী একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যার এডমিশন নিয়ে কিছু তথ্য লাগবে। এ ইমেইল তিনি অবশ্যই খুলে দেখবেন এবং আপনাকে রিপ্লাই দিবেন। তাহলে বুঝা গেল, সাবজেক্ট লাইন চিন্তা করে লিখতে হবে যেটা আপনার ইমেইলের মূল উদ্দেশ্য প্রকাশ করবে আপনার পরিচয় সহ।


সম্বোধনঃ 


এটা ও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নরমালী আমাদের শিক্ষকদের স্যার এবং শিক্ষিকাদের ম্যাডাম/ম্যাম বলে সম্বোধন করি। আর তাই, যখন বিদেশে প্রফেসরদের ইমেইল করি, তখন লিখি ‘Dear Sir/ Dear Mam. কিন্তু এখানে আসলে কাওকে স্যার বা ম্যাম সম্বোধন করা হয়না। আম্যাদের যেদিন ডিপার্ট্মেন্টের অরিয়েন্টেশন ছিল, সেদিন গ্র্যাড কোর্ডিনেটর এ ব্যপারটা নিয়ে বলেছিলেন। তিনি বললেন, এখানে ফ্যাকাল্টিদের এভাবে ডাকা যাবেনা, বরং Dr./ Professor বলে তারপর নাম ধরে সম্বোধন করতে হবে। যেমন, Professor Simon বা Dr. Kathy ইত্যাদি। তাই, এ সম্বোধন গুলাই করা উচিত। এখন ধরেন আপনি যাকে ইমেইল করছেন তার নামের সাথে এগুলো একটা ও নেই, তখন কি করবেন? তখন জাস্ট Dear/ Hi বলে তারপর তার ফার্স্ট/লাস্ট নেম ধরে সম্বোধন করতে পারেন। ওরা এটাতেই কম্ফোর্টেবল। ভাবার কোন কারণ নেই যে স্যার বা ম্যাম না বললে মাইন্ড করবে কিনা! করবেন না এ ব্যপারে ক্লিয়ার থাকেন। 


ইমেইল বডিঃ 


কি লিখবেন? সেটা আপনি ভালো জানেন যে কি জানতে চাচ্ছেন? যদি একদম প্রথম ইমেইল হয়, তাহলে প্রথম প্যারায় আপনার ছোট পরিচয় দিতে পারেন। তারপরে আপনার ইন্টেনশন বলতে পারেন, আই মিন, কি কারণে তাকে ইমেইল করছেন। খুব কঠিন শব্দ ব্যবহার না করাই ভালো। সিম্পল ওয়ার্ডে বুঝিয়ে দেন যা বলতে চাইছেন। খুব লম্বা ইমেইল না করাই ভালো কারণ এত সময় তার নাও থাকতে পারে। আর শেষ করার সময় জাস্ট ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। নিচে Best Regards টাইপ কিছু একটা লিখে নিজের নাম আর বর্তমান ডেসিগ্নেশন দিয়ে দিতে পারেন। ব্যাস, হয়ে গেল আপনার ইমেইল! পুরো ইমেইলে স্পেলিং মিস্টেক আর গ্রামারের ছোট ভুল গুলো একটু ভালো করে চেক করে নিতে হবে যাতে সিলি কিছু ভুলের জন্য ইম্প্রেশন খারাপ না হয়। আবার একই ইমেইল কয়েক জনকে পাঠাতে গিয়ে কারো নাম বা বিশ্ববিদ্যালয়ের নাম একই থেকে না যায় যেন, এটা ও খুব খারাপ দেখায়। 


কখন পাঠাবেনঃ 


এটা নিয়ে অনেকে জানতে চান যে বেস্ট সময় কখন? যখন ইমেইল করলেই প্রফেসর শুরুতে দেখবেন? আমি ও যখন ভার্সিটি খুজছিলাম তখন তেমন সময়ে ইমেইল করার চেষ্টা করতাম। আমরা যেভাবে দেশে সকালে অফিসে গিয়ে বা বাসায় ল্যাপটপ খুলে শুরুতে ইমেইল চেক করি, এখানে ও অনেকটা তেমন। কিছু প্রফেসর আছেন অফিসের পরে আর সেদিন রিপ্লাই দেন না, পরের দিন দেন। আবার অনেকে যখন পান সময় পেলে রিপ্লাই করেন। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম এখানে এসে দেখার পর। যে দেশে এপ্লাই করছেন, সে দেশের সকাল ৯/১০ টা করে ইমেইল পাঠান। অনেকে সময় না মেলাতে রাত জেগে থাকে কিন্তু দরকার নেই। জিমেইলে এখন ইমেইল শিডিউল করা যায়। আপনি সময় করে সব লিখে, এটাচমেন্ট দিয়ে তারপর শিডিউল করে দিয়ে অন্যকাজ করুন বা ঘুমান। ইমেইল যথাসময়ে চলে যাবেন। যারা এ ফিচারটা জানেননা, তারা গুগল করে দেখে নিতে পারেন। 


পরিশেষে, সুন্দর করে ইমেইল করা, আপনাকে ভালোভাবে ফুটিয়ে তোলা, আপনার চাওয়া গুলো প্রকাশ করতে পারা কমিউনিকেশন স্কিলের পরিচয় করে। একজন প্রফেসর অবশ্যই এমন কাওকে নিতে চাইবেনা যে একটা ইমেইল গুছিয়ে লিখতে পারেনা। তাই, একটু সময় নিয়ে বসে ইমেইল করতে হবে। যদি কোন স্পেসিফিক প্রশ্ন থাকে, তাহলে জানাবেন। Happy Emailing 


মূল লেখা:তানিন যায়েদ-Tanin Zaid

হালকা পরিমার্জন: Saiful islam

Sunday, May 7, 2023

IELTS-এর নতুন পদ্ধতি IELTS Retake.



IELTS One Skill Retake is now available.


 IELTS-এর নতুন পদ্ধতি IELTS Retake. 

উচ্চশিক্ষার জন্য IELTS এর গুরুত্ব অপরিসীম। আমরা সবাই নিজের স্বপ্নের দেশ বা বিশ্ববিদ্যালয় জন্য IELTS-এ ভালো স্কোর পাবার জন্য প্রিপারেশন নিয়ে টেস্টে বসি। কিন্তু অনেক সময় দেখা যায় ভালো প্রিপারেশন নিয়ে টেস্ট দেয়ার পরও আমরা টার্গেট করা স্কোর পাই না। IELTS -এর মোট ৪ টি স্কিলের ( Speaking, Listening, Writing, Reading ) মধ্যে ১ বা ২ টি স্কিলে খারাপ স্কোর চলে আসে, যার ফলে স্বপ্নের দেশ বা বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে পারি না। এক্ষেত্রে অনেকেই ২য় বার IELTS টেস্টে বসার কথা ভাবে।


২য় বার IELTS টেস্টে বসা মানে আবার শুরু থেকে ৪ টা স্কিল টেস্ট দেয়া। মানে হলো একটি স্কিলে স্কোর ভালো করার জন্য ৪ টি স্কিল টেস্ট আবার দিতে হবে। ধরুন আপনি ১ম বার IELTS দিয়ে -

Speaking 6.5  Listening 7  Writting 6.5 Reading 5 


অর্থাৎ Reading ভালো স্কোর পাবার জন্য আবার এই ৪ টি স্কিল টেস্ট দিয়েছেন এবং ২য় বার IELTS দিয়ে-

Speaking 7  Listening 5  Writting 6 Reading 6.5 


এখন আপনি ১ম বার Reading 5 পাওয়ার সেটা ভালো করার জন্য ২য় বার টেস্টে বসলেন এবং আপনি Reading ভালো স্কোরও পেলেন কিন্তু এই ১ টি স্কিল ভালো করতে গিয়ে আপনি Listening এবং Writting আগের বারের তুলনায় খারাপ করেছেন।এখন উপায়?


এই সমস্যার জন্য IELTS কর্তৃপক্ষ IELTS  Retake নিয়ে এসেছে। 


প্রশ্ন: IELTS Retake কী?

উত্তর: আপনি ১ম বার  IELTS দিয়ে একটা স্কিলে খারাপ করেছেন, সেই স্কিলে ভালো স্কোর পাবার জন্য ২য় বার যখন টেস্টে বসবেন আপনাকে ৪ টি স্কিল ( Speaking, Listening, Writting, Reading) আবার নতুন করে দিতে হচ্ছে, কিন্তু IELTS Retake মাধ্যমে আপনি শুধু যে স্কিলে খারাপ করেছেন শুধু সেই স্কিলে টেস্ট দিবেন, নতুন করে আপনাকে আবার ৪ টি স্কিল টেস্ট দিতে হবে না। 


প্রশ্ন: আপনি সর্বোচ্চ কয়টি স্কিল Retake দিতে পারবেন? 

উত্তর: ১ টি। 


প্রশ্ন: ১ম বার IELTS দেয়ার ঠিক কতদিনের মধ্যে আপনি Retake দিতে পারবেন?

উত্তর: ১ম IELTS এর রেজাল্ট দেয়ার দিন হতে পরবর্তী ৬০ দিন বা ২ মাসের মধ্যে। 


প্রশ্ন: ৬০ দিন বা ২ মাস পরে Retake দেয়া যাবে?

উত্তর: না। ৬০ দিন বা ২ মাস পরে দিতে চাইলে আপনাকে আবার নতুন করে, একদম ১ম বারের মতো ৪ টি স্কিল টেস্ট দিতে হবে।


প্রশ্ন: IELTS Retake কতবার দিতে পারবো?

উত্তর: ১ বার। 


প্রশ্ন: Retake ফি কত?

উত্তর: এখনও অথরিটি উল্লেখ করে নি। তবে IELTS সেন্টারে কথা বলে জানতে হবে। 


প্রশ্ন: পুরো ফি দিতে হবে? অর্থাৎ ১ম বার যতো ফি দিয়ে রেজিষ্ট্রেশন করেছিলাম?

উত্তর: না।  


উপরিউক্ত তথ্যগুলো আমি যে ওয়েবসাইট থেকে পেয়েছি-

https://www.ielts.org/for-test-takers/ielts-one-skill-retake


তবে IELTS Retake পদ্ধতিটি বর্তমানে অস্ট্রেলিয়াতে এভাইলিয়েবল আছে। খুব শীঘ্রই ২০২৩ মধ্যে গ্লোবাললি শুরু করা হবে।


ধন্যবাদ 


©️ National University Research and Higher Study Association

Friday, April 7, 2023

German Visa info for Bangladeshi Students 2023

German Visa Info for Bangladeshi Students 2023

To study at a German university as a Bangladeshi student, it is necessary to apply for a Type D German study visa, specifically designed for students. While master's programs in Germany are free, students from Bangladesh must have an IELTS score of 6.5 or higher to be eligible. Deserving students may also apply for full scholarships.

Entry requirements for higher studies at German universities

For undergraduate studies, students must have an HSC completion certificate from any Bangladeshi university, and a maximum study gap of 1.5 years is accepted. The HSC result must not be below a GPA of 4.00 out of 5.00. Postgraduate students must have a Bachelor's result (Hons. BSc, BBA, BA) that is not below a CGPA of 3.

Language proficiency is also important for admission, with a minimum IELTS score of 6.5 required for English medium study and a B2 level required for German language study.

To apply for a German study visa, students must provide several documents, including a passport-sized photo, CV, IELTS certificate, medium of instruction certificate (for Masters), two recommendation letters (for Masters), a personal letter of motivation stating career objectives (for Masters), and attestation of all academic certificates and transcripts by the Education Board. Health insurance for one year is also required.

To obtain a German student visa, it is recommended to apply at least three months before the start of classes, with a typical processing time of up to 42 days. The visa fee is 75 EUR, which can be paid online or at the visa office in Bangladesh. Additionally, Bangladeshi students must pay a yearly residence permit fee of 110 EUR.

Finally, students must show proof of financial resources by blocking €11,208 in a personal bank account at a German bank. This amount can be withdrawn on a monthly basis once the student is in Germany.

Monday, August 27, 2018

Let/Make/Have/Get causative verb

নিচের উদাহরন গুলা খেয়াল করেন।


আমি খাই - I eat; আমি খাওয়াই - I feed

আমি দেখি - I see; আমি দেখাই - I show



এখন দেখেন,

আমি করি - I do; আমি করাই - ???



ইংলিশে এই বাক্যটার সরাসরি কোন ট্রান্সলেশন পাইবেন না আপনি। কারন "করাই" - এই ক্রিয়াটার কোন ইংলিশ তৈরী হয় নাই। নেটিভ ইংলিশ ম্যানরা কি বলে তাইলে?



ইংলিশে এই ধরনের বাক্যরে বলে causative sentence। causative verb এর মাধ্যমে এই ধরনের বাক্য গঠন করতে হয়।



তো causative verb আছে অনেকগুলা। তবে মোটামুটি চারটা verb হইল বহুল প্রচলিত।

-- make

-- have

-- get

-- let


বাক্য গঠনের structure টা দেখেন -



যে করায় + sense অনুযায়ী causative verb + যে করে + যা করে অর্থাৎ এইখানে একটা verb বসব এবং এই verb টা সবসময় base form এ বসব। এইটাতে কোন ভুল করা যাইবনা।



এখন তাইলে "আমি করাই" - এর ইংলিশ করি। এইখানে একটা ব্যপার লক্ষ্য করেন। আমি করাই - মানে আমি কাওরে দিয়ে করাই। তাই না? যেমন, আমি তারে দিয়ে করাই - I make him do

আপনি make এর জায়গায় have, get, let ও লিখতে পারেন। কোন ভুল নাই। কিন্তু কিছু ব্যপার তো অবশ্যই আছে। নইলে শুধু make ই থাকতো। have, get, let এর তো দরকার ছিল না। তাই না?



এখন আসেন কোন সময় কোনটা ব্যবহার করবেন সেইটা দেখি।



--> make - কাওরে যদি ফোর্স করেন কাজটা করার জন্য।

যেমন: ক্লাশ টিচার আমারে দিয়া এইটা লিখায়া নিল - The class teacher made me write this.



--> have - আপনার বা কারওর উপর যদি কাজটার দায়িত্ব থাকে বা কোন কিছুর বিনিময়ে যদি কাজটা করানো হয়।

যেমন: আমি মেকানিকরা দিয়া আমার গাড়িটা চেক করায়ে নিছিলাম - I had the mechanic check my car.



--> get - যদি আপনে কাওরে কনভিন্স করতে পারেন কাজটা করানোর বা কেউ যদি আপনারে কনভিন্স করে কাজটা করার।

যেমন: আমি কাজের বুয়ারে দিয়া আমার বাচ্চাটারে গোসল করাইতেছি - I am getting the servant to bath my baby.



--> let - কাওরে যদি একটা কাজ করার জন্য অনুমতি দেয়া হয় বা এলাও করা হয়।

যেমন: রাসেল তার বল দিয়া আমারে খেলতে দিল - Rasel let me play with his ball.





তাইলে আমারা বুঝতে পারলাম যে, কেউ যদি কাউরে দিয়া কোন কাজ করায় (সেইটা জোড় কইরা হইতে পারে,

আবার টাকার বিনিময়ে হইতে পারে,

আবার সমঝোতার মাধ্যমে হইতে পারে,

আবার কাউরে অনুমতি দিয়াও হইতে পারে) - তাইলে বাক্যটারে আমরা বলি causative বাক্য। মানে কেউ একজন হইল কাজটা ঘটানোর কারন (cause)





আর কোন উদাহরনে গেলাম না। একটা এক্সারসাইজ পেইজের লিংক দিলাম।

ইংলিnশপেইজ । নিজেরে যালাই কইরা নিয়েন।





ও হ্যা। যদি get ব্যবহার করেন তাইলে এর পরের verb টার আগে একটা to বসাইতে ভুইলেন না।





কিছু কিছু verb আছে যাদের কোন causative হয় না। তারা non-causative বা causative দুই রুপেই থাকতে পারে। যেমন:



--> fly - non-causative: উড়া। causative: উড়ানো।

--> boil - non-causative: সিদ্ধ হওয়া। causative: সিদ্ধ করা।

--> walk - non-causative: হাটা। causative: হাটানো।

--> move - non-causative: নড়া। causative: নড়ানো।




Tuesday, March 7, 2017

Robi 4G আসছে শিঘ্রই বাংলাদেশে ফোরজি সিম বিক্রির ঘোষণা দিয়ে গ্রাহকদের রোষানলে রবি


Robi 4G আসছে খুব শীঘ্র 

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা ফোরজি ভিত্তিক সিম কার্ড বিক্রি শুরু করেছে। বিদ্যমান রবি মোবাইল সংযোগের গ্রাহকরা তাদের সিম কার্ড পরিবর্তন করে ফোরজি সাপোর্টেড রবি সিম সংগ্রহ করতে পারবেন।
এই ফোরজি এনাবেলড সিমগুলো বর্তমান টুজি ও থ্রিজি নেটওয়ার্কেও কাজ করবে।রবি কাস্টমার কেয়ার জানাচ্ছে, বিদ্যমান রবি টুজি বা থ্রিজি সিমগুলো ফোরজি নেটওয়ার্কে কাজ করবেনা। তাই এখনই যদি গ্রাহকরা ফোরজি সমর্থনযুক্ত সিমকার্ড নিয়ে নেন, তাহলে দেশে ফোরজি চালু হলে সাথে সাথেই কাভারেজ এরিয়ায় দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

তবে বাংলাদেশে ঠিক কবে নাগাদ ফোরজি সেবা চালু হতে পারে সেই প্রশ্নের কোনো উত্তর রবি কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের কাছে নেই। তারপরেও তারা আগ্রহী গ্রাহকদের কথা চিন্তা করে ফোরজি এনাবেল্ড সিম বিক্রি শুরু করেছে। রবি’র এই ফোরজি সিমের নাম হচ্ছে ‘ইউ সিম’।

রবি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার বর্তমান রবি মোবাইল সিমটি একটি ইউ সিমের সাথে রিপ্লেস করতে পারেন। অর্থাৎ, এতে আপনার বর্তমান রবি নম্বর একই থাকবে, কিন্তু সিম কার্ডটি পরিবর্তিত হয়ে ফোরজি সাপোর্টেড রবি ইউসিম হয়ে যাবে। আর এই সিম রিপ্লেসমেন্টের জন্য ১০০ টাকা চার্জ নেবে রবি। এজন্য সিমের মালিকানা সংক্রান্ত সাবস্ক্রিপশন পেপার, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে।